বাগেরহাটের শরণখোলায় ভূমিসেবা সপ্তাহ উপলেক্ষ্যে র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় র্যালিটি উপজেলা সদরের রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা সৈয়দ দিলদার হোসেন, নেয়ামত আলী প্রমুখ।
সভায় ভূমি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, এখন থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সব ধরণের ভূমি সেবা নেওয়া সম্ভব। স্মার্ট ভূমিসেবা পেতে কোনো দালালের সহায়তা নিতে হবে না। আর হয়রানির শিকার হবেন না কোনো সেবা গ্রহিতা।