রবিবার, ২৮ মে ২০২৩, সন্ধ্যা ৬:৪৬
রবিবার, ২৮ মে ২০২৩,সন্ধ্যা ৬:৪৬

কালবৈশাখী ঝড়ে কার্গো ডুবে মারা গেল শরণখোলার কালাম

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

১৭ মে, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৫:২০ pm

কালবৈশাখী ঝড়ে ইট বোঝাই কার্গো জাহাজ ডুবে বাগেরহাটের শরণখোলার কালাম খলিফা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে খুলনার শিপসা নদীতে ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৭ ঘন্টা পর বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে জাহাজের ইঞ্জিন কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিহত কালাম খলিফা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ খলিফার ছেলে। তিনি খুলনার ১নম্বর কাস্টমস ঘাট এলাকার মো. নাসির হাওলাদারের মালিকানাধীন এমবি মায়ের দোয়া নামের ওই কার্গো জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই আ. রাজ্জাক দিপু জানান, এমবি মায়ের দোয়া কার্গো জাহাজে খুলনা থেকে ইট বোঝাই করে ওইদিন সন্ধ্যার দিকে কালাম খলিফাসহ ৫-৬ জন শ্রমিক দাকোপের নলিয়ানের উদ্দেশে রওনা দেন। তারা শিপসা নদীতে পৌছানোর পর রাত ৮টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে কার্গোটি ডুবে গেলে অন্য শ্রমিকরা সাঁতরে কূলে উঠতে পারলেও কালাম নিখোঁজ হন। পরে ফায়ার খুলনার সার্ভিসের ডুবুরিরা জাহাজের ইঞ্জিন কক্ষের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। কালাম খলিফা প্রায় তিন বছর আগে নাছির হাওলাদারের এফবি মায়ের দোয়া কার্গো জাহাজে খালাসি হিসেবে যোগদান করেন।

আ. রাজ্জাক দিপু জানান, কালামের মরদেহ উদ্ধারের পর খুলনা ফায়ার সার্ভিস অফিসে রাখা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

স্ত্রী জেসমিন বেগমসহ (২৫) আশিকুর (৭) ও নুসরাত (৫) নামে নিহত কালামের দুটি সন্তান রয়েছে।

 

Related Posts

কালবৈশাখী ঝড়ে কার্গো ডুবে মারা গেল শরণখোলার কালাম

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

১৭ মে, ২০২৩,

৫:২০ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

কালবৈশাখী ঝড়ে ইট বোঝাই কার্গো জাহাজ ডুবে বাগেরহাটের শরণখোলার কালাম খলিফা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে খুলনার শিপসা নদীতে ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৭ ঘন্টা পর বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে জাহাজের ইঞ্জিন কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিহত কালাম খলিফা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ খলিফার ছেলে। তিনি খুলনার ১নম্বর কাস্টমস ঘাট এলাকার মো. নাসির হাওলাদারের মালিকানাধীন এমবি মায়ের দোয়া নামের ওই কার্গো জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই আ. রাজ্জাক দিপু জানান, এমবি মায়ের দোয়া কার্গো জাহাজে খুলনা থেকে ইট বোঝাই করে ওইদিন সন্ধ্যার দিকে কালাম খলিফাসহ ৫-৬ জন শ্রমিক দাকোপের নলিয়ানের উদ্দেশে রওনা দেন। তারা শিপসা নদীতে পৌছানোর পর রাত ৮টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে কার্গোটি ডুবে গেলে অন্য শ্রমিকরা সাঁতরে কূলে উঠতে পারলেও কালাম নিখোঁজ হন। পরে ফায়ার খুলনার সার্ভিসের ডুবুরিরা জাহাজের ইঞ্জিন কক্ষের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। কালাম খলিফা প্রায় তিন বছর আগে নাছির হাওলাদারের এফবি মায়ের দোয়া কার্গো জাহাজে খালাসি হিসেবে যোগদান করেন।

আ. রাজ্জাক দিপু জানান, কালামের মরদেহ উদ্ধারের পর খুলনা ফায়ার সার্ভিস অফিসে রাখা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

স্ত্রী জেসমিন বেগমসহ (২৫) আশিকুর (৭) ও নুসরাত (৫) নামে নিহত কালামের দুটি সন্তান রয়েছে।

 

Related Posts