বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান, মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন (৮৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। স্বজনরা তাকে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাউথখালী ইউনিয়নজুড়ে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন সাউথখালী ইউনিয়নের পাঁচবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া, যুদ্ধকালীন ভারতের নইহাঠি মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের ইনচার্জ এবং স্বাধীনতাত্তোর শরণখোলা আওয়ামীলীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়রাম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী, আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন গভীর শোক প্রকাশ করেন।