বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, সকাল ১০:০৬
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩,সকাল ১০:০৬

৩ বছর পর খুলে দেয়া হল দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

৩ মার্চ, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৩:২৬ pm

বাংলাদেশিদের জন্য প্রায় তিন বছর পর উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে আন্তর্জাতিক এ পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার থেকে চেকপোস্টটি খুলে দেওয়া হয়।

জানা গেছে, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু হলে ২০২১ সালের ৫ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় তিন বছর এ পথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারলেও ভারতীয়রা চলাচল করছিল। তবে এ বন্দর দিয়ে রেলপথে মালামাল আমদানি চালু ছিল।

দর্শনা-গেদে রুটে এতদিন ভিসা না দেওয়ায় ভারত ভ্রমণে বাংলাদেশিরা ভীষণ বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে রোগী, যারা ভারতে চিকিৎসার জন্য যান। বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় হাজার হাজার বাংলাদেশি ২৪ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় অনেকে মারাও গেছেন।

দর্শনা-গেদে রুটে ভারতে প্রবেশ, বিশেষ করে কলকাতা যাওয়া সহজ ও খরচও কম হয়। মাত্র ৩৫ টাকার টিকিট কেটে গেদে রেলস্টেশন থেকে কলকাতা যাওয়া যায়। গেদে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন চলাচল করে কলকাতার শিয়ালদহে। বিদ্যুৎচালিত এ ট্রেনে কলকাতা পৌঁছাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। এ ছাড়া দর্শনা থেকে দেশের যেকোনও শহরে যাতায়াত সুবিধা বহুগুণে বেশি।

দর্শনা-গেদে চেকপোস্টটি উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ ও ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন এ রুটের নিয়মিত যাতায়াতকারীরা।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই  আবু নাঈম জানিয়েছেন, ভারতের গেদে ও মাহাদিপুর সীমান্তে ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। ভ্রমণ ভিসার জন্য যথানিয়মে আবেদন করতে হবে। যাত্রীসেবায় সব ধরনের প্রস্তুতি রয়েছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবির পক্ষ থেকে।


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts

৩ বছর পর খুলে দেয়া হল দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

৩ মার্চ, ২০২৩,

৩:২৬ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

বাংলাদেশিদের জন্য প্রায় তিন বছর পর উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে আন্তর্জাতিক এ পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার থেকে চেকপোস্টটি খুলে দেওয়া হয়।

জানা গেছে, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু হলে ২০২১ সালের ৫ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় তিন বছর এ পথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারলেও ভারতীয়রা চলাচল করছিল। তবে এ বন্দর দিয়ে রেলপথে মালামাল আমদানি চালু ছিল।

দর্শনা-গেদে রুটে এতদিন ভিসা না দেওয়ায় ভারত ভ্রমণে বাংলাদেশিরা ভীষণ বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে রোগী, যারা ভারতে চিকিৎসার জন্য যান। বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় হাজার হাজার বাংলাদেশি ২৪ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় অনেকে মারাও গেছেন।

দর্শনা-গেদে রুটে ভারতে প্রবেশ, বিশেষ করে কলকাতা যাওয়া সহজ ও খরচও কম হয়। মাত্র ৩৫ টাকার টিকিট কেটে গেদে রেলস্টেশন থেকে কলকাতা যাওয়া যায়। গেদে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন চলাচল করে কলকাতার শিয়ালদহে। বিদ্যুৎচালিত এ ট্রেনে কলকাতা পৌঁছাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। এ ছাড়া দর্শনা থেকে দেশের যেকোনও শহরে যাতায়াত সুবিধা বহুগুণে বেশি।

দর্শনা-গেদে চেকপোস্টটি উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ ও ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন এ রুটের নিয়মিত যাতায়াতকারীরা।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই  আবু নাঈম জানিয়েছেন, ভারতের গেদে ও মাহাদিপুর সীমান্তে ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। ভ্রমণ ভিসার জন্য যথানিয়মে আবেদন করতে হবে। যাত্রীসেবায় সব ধরনের প্রস্তুতি রয়েছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবির পক্ষ থেকে।


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts