রবিবার, ২৮ মে ২০২৩, সন্ধ্যা ৭:১১
রবিবার, ২৮ মে ২০২৩,সন্ধ্যা ৭:১১

মোটরসাইকেলের ধাক্কায় গাছির মৃত্যু

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৮:০৯ pm

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামে এক গাছির মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে এদিন সকালে সাইকেলে চড়ে খেজুরের রস নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি।
রেজাউল হক উপজেলার নেহালপুর মেঠপাড়ার গুলজার গাজীর ছেলে।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানসহ স্থানীয়রা বলেন, রেজাউল গাজী পেশায় গাছি। আজ সকালে তিনি মনোহরপুর মাঠ থেকে খেজুরের রস সংগ্রহ করে ভাড় ভরে চাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি ঢোকার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপড় পড়ে রক্তাক্ত জখম হন তিনি।

এসআই আব্দুল হান্নান বলেন, স্বজনরা তাকে উদ্ধার করে সকালে যশোর সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রেজাউল গাজী মারা যান।

আব্দুল হান্নান বলেন, আজ সন্ধ্যায় রেজাউল গাছির মরদেহ বাড়িতে আনা হয়েছে। স্বজনদের অনুরোধ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Related Posts

মোটরসাইকেলের ধাক্কায় গাছির মৃত্যু

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,

৮:০৯ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামে এক গাছির মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে এদিন সকালে সাইকেলে চড়ে খেজুরের রস নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি।
রেজাউল হক উপজেলার নেহালপুর মেঠপাড়ার গুলজার গাজীর ছেলে।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানসহ স্থানীয়রা বলেন, রেজাউল গাজী পেশায় গাছি। আজ সকালে তিনি মনোহরপুর মাঠ থেকে খেজুরের রস সংগ্রহ করে ভাড় ভরে চাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি ঢোকার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপড় পড়ে রক্তাক্ত জখম হন তিনি।

এসআই আব্দুল হান্নান বলেন, স্বজনরা তাকে উদ্ধার করে সকালে যশোর সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রেজাউল গাজী মারা যান।

আব্দুল হান্নান বলেন, আজ সন্ধ্যায় রেজাউল গাছির মরদেহ বাড়িতে আনা হয়েছে। স্বজনদের অনুরোধ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Related Posts