দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদের বাগেরহাটের শরণখোলায় ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আসরের নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে শরণখোলা প্রেসক্লাবে সামনে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলনের শরণখোলা শাখার সভাপতি মাষ্টার রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল মজিদ খলিফা।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের সেক্রেটারী ইব্রাহীম বিন আব্দুর রশিদ, মুজাহিদ কমিটির সভাপতি (শদর) মাওলানা কামাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম রশিদী, শ্রমিক আন্দোলনের সভাপতি ক্বারী শহিদুল ইসলাম, সেক্রেটারী মুসা সাইফী, ছাত্র আন্দোলনের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বানর থেকে মানুষের সৃষ্টি হয়নি। আদম থেকে মানুষ সৃষ্টি হয়েছে। কিন্তু পাঠ্যপুস্তকে এই নাস্তিকবাদী মতবাদ সংযোজন করে আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা হয়েছে। দ্রুত এই বিতর্কি শিক্ষানীতির পরিবর্তন চাই। এছাড়া, তেল, বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রন করে সাধারণ মানুষের সাধ্যে মধ্যে আনতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে সমুচিত জবার দেওয়া হবে।