যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গৌরপদ পাল (৪০) নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরপদ পাল উপজেলার চিনাটোলা গ্রামের কার্তিক চন্দ্র পালের ছেলে। তিনি মনিরামপুর-রাজগঞ্জ সড়কের পাশে অবস্থিত সোহাগ ইটভাটার শ্রমিক।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, ভাটার কাজ সেরে চাচাতো ভাইয়ের সাথে বাড়ি ফিরছিলেন গৌর। তিনি রাস্তার পাশের একটি দোকান থেকে পান কিনে মুখে দিয়ে ভ্যানে ওঠেন। তাঁদের বহনকারী ভ্যানটি মান্দারতলায় মুন ইটভাটার সামনে পৌঁছালে মাথা ঘুরে নিচে পড়ে যান গৌর। এ সময় রাজগঞ্জগামী একটি মাছের পিকআপ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
প্রণব বিশ্বাস আরো বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মনিরামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।