রবিবার, ২৮ মে ২০২৩, সন্ধ্যা ৬:১৫
রবিবার, ২৮ মে ২০২৩,সন্ধ্যা ৬:১৫

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

৭ ফেব্রুয়ারি, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৫:৪০ pm

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল হাসান রনি (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।
নিহত রনি মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের নুরুন্নবীর ছেলে ও স্থানীয় মাতৃভাষা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন, আজ (মঙ্গলবার) বিকেলে রনি মোটরসাইকেল চালিয়ে খেদাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় কোদলাপাড়া জামতলা নামক স্থানে পৌঁছুলে খেদাপাড়া বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হয় রনি।

এএসআই মিলন বলেন, মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়া ইজিবাইকে তিন যাত্রী ছিলেন। সংঘর্ষে ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Related Posts

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

৭ ফেব্রুয়ারি, ২০২৩,

৫:৪০ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল হাসান রনি (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।
নিহত রনি মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের নুরুন্নবীর ছেলে ও স্থানীয় মাতৃভাষা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন, আজ (মঙ্গলবার) বিকেলে রনি মোটরসাইকেল চালিয়ে খেদাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় কোদলাপাড়া জামতলা নামক স্থানে পৌঁছুলে খেদাপাড়া বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হয় রনি।

এএসআই মিলন বলেন, মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়া ইজিবাইকে তিন যাত্রী ছিলেন। সংঘর্ষে ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Related Posts