যশোরের মনিরামপুরে মাদরাসা পড়ুয়া ৮ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসরাফিল হোসেন (৩৫) নামে এক পল্লি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রোববার দিবাগত রাতে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে।
ইসরাফিল হোসেন উপজেলার খোর্দ্দগাংড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় তাঁর ওষুধের দোকান রয়েছে।
মামলার বাদী বলেন, রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মায়ের জন্য গ্যাসের ওষুধ আনতে ইসরাফিলের দোকানে যায় আমার মেয়ে। এসময় কৌশলে ইসরাফিল তাকে দোকানের ভিতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমার স্ত্রীকে ঘটনা খুলে বলে।
তবে অভিযুক্ত ইসরাফিল দাবি করেছেন, শিশুটির দাঁত পোকায় খেয়েছে। আমি তাকে দোকানের ভিতরে নিয়ে কোলে তুলে দাঁতে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম।
মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ঘটনার সত্যতা পেয়ে রাতে মামলা নিয়েছি। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে আজ (সোমবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।