ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলামিন(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বেলা পৌনে বারোটায় ঢাকা-ময়মনসিংহ রেল পথের শিলাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত আলামিন উপজেলার দত্তের বাজার ইউনিয়নের কন্যা মন্ডল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল পৌনে বারোটার দিকে ঢাকা গামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে যাওয়ার পর শিলাসী এলাকা অতিক্রম করার সময় আলামিন নামের ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে উধ্বতর্ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।