উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে কাহিল হয়ে পড়েছে ঝিনাইদহের মানুষ। শহরের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে এ উপলক্ষে শহরের এইচ এস এস সড়কের সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, সহসভাপতি আহমদ হোসেন, সদস্য চন্দন বসু মুক্ত, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর বুলবুলি খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহরের বিভিন্ন এলাকার ২ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে শহরের বিভিন্ন স্থানে পথশিশু ও কর্মজীবী শিশুদের মাঝেও বিতরণ করা হয় শীতবস্ত্র।