বাংলাদেশ আওয়ামী লীগে দ্বিতীয়বার আব্দুর রহমান প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার নির্বাচনী এলাকায় আসলে তাকে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের ঢল নামে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমাগম দেখা গেছে।
এর আগে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা শেষে আব্দুর রহমান প্রথম নিজবাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে আসেন। এ খবরে ফরিদপুর জেলা ও তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমায়।
আজ রোববার বেলা ১২টায় ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আরিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মনিরুজ্জামান মানু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকারম মিয়া বাবু ও শ্রমিকলীগের সাবেক সভাপতি শেখ আক্কাস আলী প্রমুখ।
এছাড়াও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আব্দুর রহমান এর নিজ বাড়ি কামালদিয়া প্রায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটে।
শুভেচ্ছাকালে আব্দুর রহমান এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ফরিদপুর জেলা ও আমার তিন উপজেলার নেতাকর্মীদের প্রতি আমার ভালোবাসা সব সময় রয়েছে। সুখে-দুঃখে আমি এইভাবে জনগণের মাঝে থাকতে চাই।’
জনসাধারণের উদ্যেশ্যে তিনি আরো বলেন, ‘যেকোনো প্রয়োজনে আমি অতীতে আপনাদের মাঝে যেভাবে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।’