বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, সকাল ১০:২৭
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩,সকাল ১০:২৭

সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

৩০ ডিসেম্বর, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৯:৫৪ pm

দুর্নীতির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার একটি জান্তা আদালত ১৮ মাসের বিচার শেষে শুক্রবার এ দণ্ড দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি হেলিকপ্টার ভাড়া, ক্রয় এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দুর্নীতির পাঁচটি অভিযোগে সু চিকে কারাগারে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপক্ষের অভিযোগ, এর মাধ্যমে ‘রাষ্ট্রের ক্ষতি’ হয়েছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর সুচিকে গ্রেপ্তার করে সামরিক বাহিনী। চলতি বছর ৭৭ বছর বয়সী সু চি দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার মতো প্রতিটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

একটি সূত্র বলেছে, ‘তার সব মামলা শেষ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।’ সর্বশেষ এই মামলার রায়ের ফলে একাধিক মামলায় সু চির কারাদণ্ডের মেয়াদ হলো ৩৩ বছর।

এএফপি জানিয়েছে, সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে এবং সু চির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে।


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts

সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

৩০ ডিসেম্বর, ২০২২,

৯:৫৪ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

দুর্নীতির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার একটি জান্তা আদালত ১৮ মাসের বিচার শেষে শুক্রবার এ দণ্ড দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি হেলিকপ্টার ভাড়া, ক্রয় এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দুর্নীতির পাঁচটি অভিযোগে সু চিকে কারাগারে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপক্ষের অভিযোগ, এর মাধ্যমে ‘রাষ্ট্রের ক্ষতি’ হয়েছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর সুচিকে গ্রেপ্তার করে সামরিক বাহিনী। চলতি বছর ৭৭ বছর বয়সী সু চি দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার মতো প্রতিটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

একটি সূত্র বলেছে, ‘তার সব মামলা শেষ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।’ সর্বশেষ এই মামলার রায়ের ফলে একাধিক মামলায় সু চির কারাদণ্ডের মেয়াদ হলো ৩৩ বছর।

এএফপি জানিয়েছে, সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে এবং সু চির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে।


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts