যশোরের মনিরামপুরে ৯ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে কামরান হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৮ ডিসেম্বর) মনিরামপুর থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ অভিযুক্ত কামরানকে গ্রেফতার করেছে।
কামরান হোসেন উপজেলার পলাশী গ্রামের আব্দুল জলিলের ছেলে। তাঁর ঘরে স্ত্রী রয়েছে।
রোহিতা ইউনিয়ন পরিষদের পলাশী ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, ওই কিশোরী খালার বাড়ি থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করে। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে মেয়েটিকে বাড়ি রেখে ওর খালা ঝিকরগাছা বাজারে যান। বাড়িতে কেউ ছিল না। মেয়েটি ঘরে ঘুমিয়ে ছিল। এ সুযোগে কামরান ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
মেম্বর বলেন, এ সময় মেয়েটি চিৎকার দিলে কামরান চলে যায়। পরে মেয়েটির খালা ফিরে আসলে তাকে সব খুলে বলে ওই ছাত্রী। এরপর তাঁরা বিষয়টি থানা পুলিশকে জানান।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, বুধবার রাতে এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।