জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে মুক্তিযুদ্ধ হতো না, দেশ স্বাধীন হতো না, আমরা বিজয় দিবস পেতাম না মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ উন্নয়নের মহাসড়কে প্রচালিত করছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও এই সরকারকে আনতে হবে।’
আজ মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা থানা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এস আই আমির হোসেন।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, গ্রাম পুলিশসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।