বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসীদের নিয়ে ১২ দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জাতীয়তাবাদী ঐক্যজোট’র আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে জোটের নেতারা যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে এ নতুন জোটের ঘোষণা করবেন বলে জানা গেছে।
আগামী ৩০ ডিসেম্বর বিএনপির ২০ দফার সমর্থনে এবং সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আলাদা প্ল্যাটফর্মে নতুন এই জোট রাজধানীতে গণমিছিল করবে।
২০ দলীয় জোটের শরিক ১১ দল এ জোট গঠন করছে বলে জানা গেছে। এর বাইরে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাগপাও এ জোটে থাকবেন বলে নিশ্চিত করেছেন জোটের একাধিক নেতা।
জোটে যে দলগুলো থাকছে:
মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতিকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে জাগপা, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, কমরেড নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাশেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।
জানা গেছে, নতুন এই জোটের নেতৃত্বে থাকবেন মোস্তফা জামাল হায়দার। মুখপাত্র হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক। জোটের পক্ষ থেকে গণমাধ্যম সমন্বয় করবেন শাহাদাত হোসেন সেলিম। সূত্র: রাইজিংবিডি