যশোরের ঝিকরগাছায় আমন চাল সংগ্রহ অভিযানের উদ্ধোধন করা হয়েছে। আজ রোববার উপজেলা খাদ্য গুদাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ভোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ আহমেদ।
পলাশ আহমেদ বলেন, এবার উপজেলায় সরকারিভাবে ৪২ টাকা কেজি দরে ২টি অটো ও ৫টি হাস্কিং মিল থেকে ৫৩৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
উপজেলার আল আমিন অটোরাইস মিলের মালিক আয়াত উল্লাহ বলেন, প্রতি কেজি চালে ৪-৫ টাকা কেজিতে লোকসান গুণে গুদামে আমার মিল থেকে ১৭৭ মেট্রিক টন চাল দিতে হচ্ছে। সরকারের সাথে যুক্তি থাকায় লাইসেন্স বানাতে লোকসান গুনতে হচ্ছে।