বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, সকাল ১০:২০
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩,সকাল ১০:২০

ভাঙ্গারির দোকান থেকে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রাক জব্দ, আটক-২

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

১২ ডিসেম্বর, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

২:৫৪ pm

বাগেরহাটের শরণখোলায় একটি ভাঙ্গারির দোকান থেকে পল্লীবিদ্যুতের বিপুল পরিমান চোরাই তার উদ্ধার করা হয়েছে। এসময় চুরির সঙ্গে জড়িত সঙ্গবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন শরণখোলার রাজৈর গ্রামের ফারুক আকনের ছেলে নিজাম আকন (৩৮) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়া (২৮)। সোমবার সকালে আটক দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের ব্র্যাক অফিসসংলগ্ন এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে বিদ্যুতের তার ও ট্রাকসহ ওই দুই চোরকে আটক করা হয়। এঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম আশিক মাহামুদ সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম শেখ জানান, চোরাই বৈদ্যুতিক তার পাচারের গোপন সংবাদ পেয়ে রাজৈর এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকানে অভিযান চালানো হয়। এসময় বৈদ্যুতিক তারগুলো কেটে টুকরো করে ট্রাকে তোলা হচ্ছিল। পরে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক এবং তারসহ ট্রাকটি (ঢাকা- মেট্রো ট-১৮-২৮০২) জব্দ করা হয়। উদ্ধার হওয়া তারের পরিমান প্রায় ৫০০ কেজি। যার মূল্য লক্ষাধিক টাকা।

পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহামুদ সুমন জানান, বিদ্যুতের নতুন লাইন সংযোগ দেওয়ায় বিভিন্ন এলাকায় পুরনো লাইনের তারগুলো রয়ে যায়। সেইসব তার চুরি করে পাচার করছিল চোরেরা। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার, তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল।

এজিএম আশিক আরো জানান, এর আগে গত ৪ ডিসেম্বর উপজেলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে একটি ট্রান্সফরমান চুরি হয়েছে। এছাড়া গত ২নভেম্বর জিলবুনিয়া গ্রাম থেকে আরো একটি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় এলাকাবাসী দেখে ফেলায় সেটি ফেলে পালিয়ে যায় চোরেরা।

 


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts

ভাঙ্গারির দোকান থেকে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রাক জব্দ, আটক-২

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

১২ ডিসেম্বর, ২০২২,

২:৫৪ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

বাগেরহাটের শরণখোলায় একটি ভাঙ্গারির দোকান থেকে পল্লীবিদ্যুতের বিপুল পরিমান চোরাই তার উদ্ধার করা হয়েছে। এসময় চুরির সঙ্গে জড়িত সঙ্গবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন শরণখোলার রাজৈর গ্রামের ফারুক আকনের ছেলে নিজাম আকন (৩৮) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়া (২৮)। সোমবার সকালে আটক দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের ব্র্যাক অফিসসংলগ্ন এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে বিদ্যুতের তার ও ট্রাকসহ ওই দুই চোরকে আটক করা হয়। এঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম আশিক মাহামুদ সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম শেখ জানান, চোরাই বৈদ্যুতিক তার পাচারের গোপন সংবাদ পেয়ে রাজৈর এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকানে অভিযান চালানো হয়। এসময় বৈদ্যুতিক তারগুলো কেটে টুকরো করে ট্রাকে তোলা হচ্ছিল। পরে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক এবং তারসহ ট্রাকটি (ঢাকা- মেট্রো ট-১৮-২৮০২) জব্দ করা হয়। উদ্ধার হওয়া তারের পরিমান প্রায় ৫০০ কেজি। যার মূল্য লক্ষাধিক টাকা।

পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহামুদ সুমন জানান, বিদ্যুতের নতুন লাইন সংযোগ দেওয়ায় বিভিন্ন এলাকায় পুরনো লাইনের তারগুলো রয়ে যায়। সেইসব তার চুরি করে পাচার করছিল চোরেরা। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার, তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল।

এজিএম আশিক আরো জানান, এর আগে গত ৪ ডিসেম্বর উপজেলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে একটি ট্রান্সফরমান চুরি হয়েছে। এছাড়া গত ২নভেম্বর জিলবুনিয়া গ্রাম থেকে আরো একটি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় এলাকাবাসী দেখে ফেলায় সেটি ফেলে পালিয়ে যায় চোরেরা।

 


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts