বরগুনার আমতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, উপজেলা স্যানেটারি কর্মকর্তা সাবেরা পারভীন, সাংবাদিক জাকির হোসেন ও হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।