যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্রসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের বেগারীতলা বাজারে এ ঘটনা ঘটে। যশোর থেকে ছেড়ে আসা মনিরামপুরগামী কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ২০-১৭৫১) নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের রাস্তার পাশের দোকানে উঠে গেলে ৫ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, বেগারীতলা বাজারের পাশের টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০), তাঁর স্কুল পড়ুয়া ছেলে তাওশি (৭), একই গ্রামের সামছুর রহমান (৭০), তৌহিদুল ইসলাম (২৮) ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের পথচারীরা। পরে পুলিশ এসে আড়াই ঘন্টা পর সকাল ১০টার দিকে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে ঘটনার পরপরই কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে গেছেন চালক ও হেলপার।
ক্ষতিগ্রস্ত হোটেল মালিক আবু তালেবসহ স্থানীয়রা বলেন, হাবিবুরের বাড়ি বাজারের পিছনে। সকালে ছেলেকে নিয়ে বাড়ি থেকে রাস্তায় ওঠেন হাবিবুর। কাভার্ড ভ্যানটি এসে প্রথমে তাঁদের দুজনকে চাপা দেয়।
আবু তালেব বলেন, এরপর কাভার্ড ভ্যানটি দোকানের উপরে উঠে ভাঙ্গতে ভাঙ্গতে এসে নুরুল আমিনের চা দোকানে বসে থাকা লোকজনকে চাপা দিয়ে হোটেলে এসে ধাক্কা দিয়ে আটকে যায়। এরপর সবাই দৌড়ে এসে কাভার্ড ভ্যানের নিচ থেকে সামছুর, তৌহিদুল ও জিয়াউরের মরদেহ টেনে বের করেন।
প্রত্যক্ষদর্শী শাহিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে সামছুর, তৌহিদুল ও জিয়াউর নাস্তা সেরে চা পানের জন্য নুরুল আমিনের দোকানের খাটের উপর বসে ছিল। এসময় কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দিয়ে ঠেলে নিয়ে এসে হোটেলে ধাক্কা দেয়।
শাহিদুল বলেন, গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ দৃশ্য দেখা যায় না। আমরা মরদেহ ধরতে যেয়ে চালকের খবর নিতে পারিনি।
ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কাভার্ড ভ্যানটা ৫ জনের জীবন কেড়ে নিয়েছে। ভ্যানের ধাক্কায় ৬-৮ টা দোকান ভেঙে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা চালকের উপযুক্ত বিচার চাই।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, বেগারীতলা বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। উপস্থিত চালককে খুঁজে পাওয়া যায়নি। মরদেহ আমাদের হেফাজতে আছে।