জিতেও ছিটকে গেলো মেক্সিকো, শেষ ষোলতে পোল্যান্ড। শেষ ষোলতে ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড। যে কারণে আর্জেন্টিনার সঙ্গে হেরেও পোল্যান্ডের খেলোয়াড়রা পিচে উদযাপন করেন। লেভান্ডোস্কি তার সতীর্থদের জড়িয়ে ধরেন।
আজ সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো প্রথমার্ধ গোলশূন্য শেষ করে। তবে দ্বিতীয়য়ার্ধে সৌদি আরবের জালে ২ গোল দিয়ে এগিয়ে যায় মেক্সিকো। তবে শেষ সময়ে সৌদি আরব ১ গোল করতে সক্ষম হয়।
ম্যাচ শেষে সৌদি আরবকে ২-১ গোলে হারালেও শেষ ষোলতে যাওয়া হলো না মেক্সিকোর।
কারণ এরজন্য মেক্সিকোর আরও একটি গোল করার প্রয়োজন ছিল।