আগামী ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চুড়ান্ত করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র সাইফুর রহমান সাইফার। অপরদিকে তিনটি ইউনিয়নের মধ্যে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন, গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান ইনামুল হাসান, আলফাডাঙ্গা সদরে জেলা কৃষকলীগের পানি ও পাট বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বুলবুল, বুড়াইচ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. আলীম খান।
নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহমাদ জানান, গত ৭ নভেম্বর আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।