বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, সকাল ১১:১১
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩,সকাল ১১:১১

অন্ত্যেষ্টিক্রিয়াস্থলেই প্রাণ গেল ১৪ জনের

আন্তজার্তিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

২:২৬ pm

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলোকে সেন্ট্রাল হাসপিটালে পাঠানো হয়েছে। এখনো কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে মাটির খণ্ড তাদের ওপর ধসে পড়ে।

প্রসঙ্গত, ইয়াউন্ডেতে আফ্রিকার অন্যতম স্যাঁতসেঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত। চলতি বছর ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts

অন্ত্যেষ্টিক্রিয়াস্থলেই প্রাণ গেল ১৪ জনের

আন্তজার্তিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,

২:২৬ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলোকে সেন্ট্রাল হাসপিটালে পাঠানো হয়েছে। এখনো কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে মাটির খণ্ড তাদের ওপর ধসে পড়ে।

প্রসঙ্গত, ইয়াউন্ডেতে আফ্রিকার অন্যতম স্যাঁতসেঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত। চলতি বছর ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।


Warning: Trying to access array offset on value of type bool in /home/charidik/public_html/wp-content/themes/jnews/class/Module/Block/Block_9_View.php on line 13

Related Posts