যশোরের বাঘারপাড়ার সম্মিলিত বিদ্যাপীঠ বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৮৪টি ভোটের বিপরীতে সদস্য পদে মহিলাসহ ১০ জন অভিভাবক সদস্য অংশ গ্রহণ করেন। এর মধ্যে আসাদুজ্জামান ৮৬, রোকনুজ্জামান লাভলু ৭৯, আজিজুর রহমান ৭৪ ও সনাতন অধিকারী ৭২ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
মহিলা সদস্য পদে সালেহা বেগম ৭১ ভোট পেয়ে মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রার্থীরা দুই গ্রুপে বিভক্ত হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী সমর্থিত গ্রুপ পূর্ণ প্যানেল জয়ী হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অফিসার তরুণ রায়।