যশোরের মনিরামপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন এমএম আরাফাতা হোসেন।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহেরা নাজনীন স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়েছে। আরাফাত হোসেন বর্তমানে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।আগামী রোববার (২৭ নভেম্বর) তিনি মনিরামপুরে যোগদানের কথা রয়েছে।
এদিকে মনিরামপুরের বর্তমান ইউএনও কবির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি দিয়ে তাঁকে চুয়াডাঙ্গা জেলায় বদলি করা হয়েছে।