যশোরের ঝিকরগাছার রঘুনাথ নগর পয়মল শাহ ফুটবল টুর্নামেন্ট ২০২২ -এ চ্যাম্পিয়ন হয়েছে বর্ণি ফুটবল একাদশ।
শুক্রবার (২১ অক্টোবর) রঘুনাথ নগর হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনালে শিওরদাহ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে বর্ণি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় চ্যাম্পিয়ন দলের, জাহিদ ও আরিফ একটি করে গোল করেন। খেলায় বিজয়ী বর্ণি ফুটবল একাদশের জাহিদ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার হুমায়ন কবীর, শরিফুল ইসলাম, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ঈবাদ আলী, বর্তমান প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্না, পুলিশের এসআই আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
খেলার আয়োজক কমিটির সভাপতি আবুল কালাম ভুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন, ফয়েজ মজনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম মিঠু। সহকারী ছিলেন মোস্তফা কামাল ও রাজু আহমেদ। অফিশিয়াল দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান। উল্লেখ সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।