যশোরের মণিরামপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রাজগঞ্জ বাজার থেকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজল চ্যাটার্জী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অশোক বিশ্বাস যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।
আব্দুস সালাম উপজেলার শ্যামকুড় বুজতলা এলাকার ছেরআলী গাজীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
সহকারী উপ-পরিদর্শক অশোক বিশ্বাস জানান, ২০১৬ সালের এপ্রিলের মাঝামাঝি সাতক্ষীরা থেকে পেঁয়াজ ভর্তি ট্রাকে করে ঢাকায় ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার ভাঙা থানা পুলিশের হাতে ট্রাকসহ আটক হন আব্দুস সালাম। তিনি সে সময় চালকের সহযোগী ছিলেন। এরপর ভাঙা থানায় দায়ের করা মামলায় ফরিদপুর কারাগারে আব্দুস সালাম ৬ মাস জেল খেটে জামিনে বের হন। ছাড়া পেয়ে আর আদালতে হাজিরা দেননি আব্দুস সালাম।
অশোক বিশ্বাস বলেন, এলাকায় ফিরে পরিবার নিয়ে রাজগঞ্জ বাজারে ভাড়া বাসায় থেকে ট্রাকে কাজ করতেন আব্দুস সালাম। এরমধ্যে আদালত তাঁকে সে মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৬৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অশোক বিশ্বাস বলেন, রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় আব্দুস সালামকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ৭ জুলাই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অশোক বিশ্বাস আরো বলেন, আজ (শুক্রবার) দুপুরে আব্দুস সালামকে যশোর আদালতে হাজির করা হয়েছে। এরপর আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।