ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ব্যস্ততম সড়কের দুই পাশ দখল করে নির্মাণাধীন বাসার নির্মাণ সামগ্রী রাখায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে যে, ব্যাটারী চালিত দুটি অটোরিকসাও ক্রস করতে গেলে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
ভুক্তভোগরা জানান, গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া সরকারি হাইস্কুলের পিছনে গফরগাঁও-বরমী সড়কের পাশে জনৈক ব্যক্তি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করছেন। যেকারণে সড়কটির দুই পাশে দখল করে ইট, বালু, সুরকি, নির্মাণ যন্ত্রসহ বিভিন্ন সামগ্রী রাখায় রাস্তাটি অত্যন্ত সরু হয়ে হয়ে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা প্রকাশ করছেন চলাচলকারীরা।
ওই এলাকার এক বাসিন্দা বলেন, সরকার কোটি টাকা খরচ করে সড়ক তৈরি করে দিয়েছেন। কিন্তু যে ভাবে নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, সড়ক যেন বাড়ির উঠান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।