বরগুনার আমতলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,আইম্মায়ে হিযবুল্লাহ,যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ’র যৌথ আয়োজনে আনন্দ র্যালি ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকাল ১০ টায় আমতলী তিন রাস্তার মোড় সাকিব প্লাজার সামনে থেকে বিভিন্ন মাদ্রাসার সহাস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ নবীজির জন্মদিনের বিভিন্ন প্লাকার্ড নিয়ে আনন্দ র্যালি ও স্বাগত মিছিল অংশ নেয়। আনন্দ র্যালী ও স্বাগত মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
জমইয়াতে হিযবুল্লাহ আমতলী পৌর শাখার সভাপতি সাবেক কাউন্সিলর মো. মিনহাজ উদ্দিনের সভাপত্বিতে আনন্দ র্যালী ও স্বাগত মিছিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা আবু জাফর মোঃ সামসুদ্দোহা।
উপস্থিত ছিলেন উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউছুফ শিকদার, সহসভাপতি মাওলানা মো. আবু ইউসুফ, পৌর সহসভাপতি মাওলানা মো. ঈসা রুহুল্লাহ, পৌর জমইয়াতে হিযবুল্লাহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জহির উল্লাহ মল্লিক, উপজেলা যুব হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা ছাত্র হিযবুল্লাহ’র সভাপতি মাওলানা আবু মুসা আল হাদি, পৌর ছাত্র হিযবুল্লাহ’র সভাপতি মাওলানা মো. ইব্রাহীম খলিল প্রমুখ।