এবার এক মাস ছয়দিন কারাভোগ শেষে বাগেরহাট জেলহাজত থেকে মুক্তি পেয়েছেন ৩১ জন ভারতীয় জেলে। শনিবার (৮ অক্টোবর) পৌন ১২টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। এ সময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ে প্রতিনিধি প্রভাত মারদা, বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপস্থিত ছিলেন। পরে তারা থেকেই মুক্তি পাওয়া এ সকল জেলেদেরকে একটি বাসে করে মোংলায় পাঠিয়ে দেন। দুপুর ২টার দিকে এ জেলেরা মোংলার ফেরিঘাট এলাকায় এসে তাদের এফ,বি মা মঙ্গলচন্ডী নামক দুইটি ট্রলারে উঠেন।
দীর্ঘদিন পড়ে থাকা এ ট্রলার দুইটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও ক্রুটি মেরামতসহ প্রয়োজনীয় জ্বালানী তেল ও খাবার নিয়ে রোববার (৯ অক্টোবর) সকালে তারা মোংলা থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন বলে জানান ভারতীয় এ জেলেরা। ছাড়া পাওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে এফ,বি মা মঙ্গলচন্ডী নামক এ দুইটি ট্রলার ও ৩১ ভারতীয় জেলেকে আটক করেছিলো বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।
এর আগে গত মঙ্গলবার তিনমাস চারদিন কারাভোগ শেষে মুক্তি পাওয়া ১৩৫ জেলে ৮টি ট্রলার নিয়ে ওই দিনই স্বদেশের উদ্দেশ্যে মোংলা থেকে ভারতে রওনা হয়ে যায়।