যশোরের মনিরামপুরে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পর্শে খলিলুর রহমান (৫৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামে ঘটনাটি ঘটে। খলিলুর রহমান ওই গ্রামের অজেদ আলীর ছেলে।
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শামনুর মোল্লা সোহান বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে গাছের ডাল কাটতে ওঠেন খলিল। তাঁর জমির পাশের জমির উপর দিয়ে মালিক শরিফুল ইসলাম বাড়ি থেকে তার টেনে ঘেরে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। ডাল কাটার সময় কোপ লেগে বিদ্যুতের তার কেটে যায়। কাটা তার খলিলের ডান হাতের উপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে খলিলের মৃত্যু হয়েছে।
এসআই শামনুর মোল্লা বলেন, এ ঘটনায় নিহতের স্বজনরা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।