যশোরের মনিরামপুরে এক নারীকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে মনিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর কশাইখানা সংলগ্ন শফিয়ার রহমান শফির কলা বাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপস্থিত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর গলায়, ডান বুকে ও চার হাত-পায়ে কোপের চিহ্ন রয়েছে। নিহতের মুখের ভিতরে ওড়না ঢুকানো ছিল। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে কলা বাগানে উপুড় করে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনাস্থলে একটি ব্যাগে ভাতসহ রান্না করা খাবার পাওয়া গেছে। পুলিশের ধারণা চাকু জাতীয় কিছুর আঘাতে ওই নারীকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে জয়নগর কলা বাগানে এক নারীর বাঁচার আকুতি জানিয়ে করা চিৎকার শুনতে পান পথচারী এক ইজিবাইক চালক। এরপর তিনি মনিরামপুর বাজারে এসে লোকজনকে ঘটনাটি খুলে বলেন।
ইজিবাইক চালকের কথা শুনে এক আনসার সদস্য থানায় এসে বিষয়টি জানান। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর রক্তাক্ত দেহ দেখতে পায়।
এদিকে খবর পেয়ে মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।
মনিরামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। সুরতহাল সম্পন্ন করে মরদেহ থানায় আনা হয়েছে।
এসআই আব্দুল হান্নান বলেন, ‘ধারণা করা হচ্ছে,
অসৎ উদ্দেশে কেউ ওই নারীকে কলা বাগানে ডেকে এনেছে। পরে মতের অমিল হওয়ায় চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে হত্যা করা হয়। অথবা ওই নারীর স্বামী তাঁকে এনে এখানে হত্যা করেছে বলে ধারণা করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে’।
এ বিষয়ে জানতে একাধিকবার কল করে মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকির মোবাইল নম্বর ব্যস্ত পাওয়া গেছে। এজন্য ওসির বক্তব্য জানা যায়নি।