রবিবার, ২৮ মে ২০২৩, সকাল ৭:১০
রবিবার, ২৮ মে ২০২৩,সকাল ৭:১০

জুয়ার আসরে হানা, এসএসসি পরীক্ষার্থীসহ আটক ৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৫:৫১ pm

যশোরের মনিরামপুরে জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার শ্যামকুড় বুজতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আসর থেকে ২ হাজার ৮৪৬ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।

আটক পাঁচজন হলেন, শ্যামকুড় গ্রামের হানেফ আলীর ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে জাহিদুল ইসলাম, আব্দুর রশীদের ছেলে রুহুল কুদ্দুস, শওকত আলীর ছেলে সজিব হোসেন এবং ঘিবা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিলন হোসেন। এদের মধ্যে সজিব হোসেন এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানাগেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মামলা দিয়ে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে শ্যামকুড় বুজতলা মোড়ে একটি বাগানে চা দোকান বসিয়ে ইকবাল নামে এক যুবক জুয়ার আসর পরিচালনা করে আসছে। স্থানীয়রা ছাড়াও বাইরে থেকে লোকজন এখানে জুয়া খেলার জন্য আসে। এমন অভিযোগে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সেখানে হানা দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

তবে, আটককৃতদের স্বজনদের দাবি, যারা বাইরে থেকে এসে বুজতলায় জুয়ার আসর বসায় তাঁদের কাউকে পুলিশ ধরতে পারেনি। যারা দোকানে বসাছিলেন তাঁদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে। আটক সজিব এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে তাস খেলায় ছিল না। এটা জানার পরও পুলিশ ওকে ধরে এনেছে’।

এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, ‘সজিব এসএসসি পরীক্ষার্থী এটা সঠিক না। আমরা জুয়ার আসর থেকে সবাইকে আটক করেছি। এ সময় সেখান থেকে ২ হাজার ৮৪৬ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।

এসআই আব্দুল হান্নান আরো বলেন, ‘এঘটনায় মনিরামপুর থানায় আটক পাঁচজনসহ অজ্ঞাত কয়েক জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়’।

Related Posts

জুয়ার আসরে হানা, এসএসসি পরীক্ষার্থীসহ আটক ৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২২,

৫:৫১ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

যশোরের মনিরামপুরে জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার শ্যামকুড় বুজতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আসর থেকে ২ হাজার ৮৪৬ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।

আটক পাঁচজন হলেন, শ্যামকুড় গ্রামের হানেফ আলীর ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে জাহিদুল ইসলাম, আব্দুর রশীদের ছেলে রুহুল কুদ্দুস, শওকত আলীর ছেলে সজিব হোসেন এবং ঘিবা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিলন হোসেন। এদের মধ্যে সজিব হোসেন এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানাগেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মামলা দিয়ে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে শ্যামকুড় বুজতলা মোড়ে একটি বাগানে চা দোকান বসিয়ে ইকবাল নামে এক যুবক জুয়ার আসর পরিচালনা করে আসছে। স্থানীয়রা ছাড়াও বাইরে থেকে লোকজন এখানে জুয়া খেলার জন্য আসে। এমন অভিযোগে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সেখানে হানা দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

তবে, আটককৃতদের স্বজনদের দাবি, যারা বাইরে থেকে এসে বুজতলায় জুয়ার আসর বসায় তাঁদের কাউকে পুলিশ ধরতে পারেনি। যারা দোকানে বসাছিলেন তাঁদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে। আটক সজিব এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে তাস খেলায় ছিল না। এটা জানার পরও পুলিশ ওকে ধরে এনেছে’।

এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, ‘সজিব এসএসসি পরীক্ষার্থী এটা সঠিক না। আমরা জুয়ার আসর থেকে সবাইকে আটক করেছি। এ সময় সেখান থেকে ২ হাজার ৮৪৬ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।

এসআই আব্দুল হান্নান আরো বলেন, ‘এঘটনায় মনিরামপুর থানায় আটক পাঁচজনসহ অজ্ঞাত কয়েক জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়’।

Related Posts