ঈদুল আজহায় বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘পরাণ’ মুক্তির পর সাড়া ফেলে। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার। রায়হান রাফী পরিচালিত এ ছবি দেখে তিনি এতোটাই মুগ্ধ হয়েছেন যে, জানিয়েছেন মিমের স্বামী হিসেবে তিনি গর্বিত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে সনি পোদ্দার লিখেছেন, যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমা হলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম সাপলুডু।
বিয়ের আগে দুজনে একসাথে বসে মিমের কোন সিনেমা দেখা হয়নি। বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা পরাণ। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! পরাণ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময়ই পরাণেই আছে!
পরাণ ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মিম। তার স্বামী সনি আরও লিখেছেন, বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত।
মজা করে সনি পোদ্দার লেখেন, তবে বিয়ের আগে পরাণ সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম। আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোন মিল নেই!
লাইভ টেকের পরিচালনায় ‘পরাণ’ ছবিতে মিম ছাড়াও অভিনয় করেন শরিফুল রাজ, ইয়াশ রোহান প্রমুখ। ঢাকাসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পর সাতদিন না যেতেই হইচই ফেলে।
চারটি শো থেকে সিনেপ্লেক্সে ১১টির বেশি শো চলে। সবগুলো শো হাউজফুল যাচ্ছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।