মাগুরার সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে আসিয়া খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আসিয়া খাতুন ওই গ্রামের হবিবুরের স্ত্রী।
নিহতের স্বামী হবিবুর বলেন, বাড়ির পাশে আমাদের ধান ভাঙানো মেশিন ঘর। সকালে ওখানে আমার স্ত্রী ইঁদুর মারার বিষ ইঁদুরের গর্তে দিতে গেলে সাপ তাকে কামড় দেয়। পরে তাকে ওঝার কাছে নিয়ে গেলে তিনি (ওঝা) বিষ নামাতে পারেননি। এরপর তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণ দাস বিশ্বাস বলেন, সাপের ছোবলে শিকার ষাট বছর বয়সী এক নারীকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে ওই নারীর মৃত্যু হয়েছে তা পরীক্ষা ছাড়া বলতে পারছি না।