ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজা (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজা স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ও নিধিপুর গ্রামের কৃষক শাহীন মোল্লার মেয়ে। শাহীনের রুহুল আমিন নামে ৮ বছর বয়সি আরেকটি ছেলে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রোজা বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী আরো ৪ জন শিশুর সাথে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যাওয়ায় তার সাথীরা খুঁজে না পেয়ে রোজার বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় রোজাকে পানির মধ্যে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ডা. অতসী বিশ্বাস বলেন, জরুরি বিভাগে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।