যশোরের শার্শা থেকে ৩০ কেজি ৬৫০ গ্রাম গাজাসহ তৈমুর মোড়ল মামুন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (০৭ জুলাই) পৃথক দুটি অভিযানে গাজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটক মামুন শার্শা থানার কাশিপুর বাজারপাড়ার জুলফিকারের ছেলে।
ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে জেলা ডিবির এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক কারবারিরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
অপরদিকে, জেলা ডিবির এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার কাশিপুর বাজারপাড়া এলাকা থেকে ৬৫০ গ্রাম গাজাসহ মামুনকে আটক করে। আটক মাদক কারবারি বিরুদ্ধে এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।