ফরিদপুরের বোয়ালমারীতে নতুন ফ্রিজে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকলাসুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি জাতীয় শ্রমিকলীগ বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা যায়,ঈদুল আযহা উপলক্ষে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলাকান্দি গ্রামের বাসিন্দা ইকলাসুর রহমান বুধবার রাতে একটি নতুন ফ্রিজ কিনে আনেন। পরে বিদ্যুতের টেকনিশিয়ান দিয়ে সংযোগের লাইন করেন। টেকনিশিয়ান চলে গেলে রাত ১০টার দিকে ফ্রিজের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন ইকলাসুর। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১১টার দুকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার ৭ জুলাই) দুপুরে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফ্রিজ কিনে আনার ঘন্টাখানেক পর সুইচে লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত অবস্থায় তাকে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।