মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হিরোইন জব্দ করা হয়। সোমবার (০৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদরের হরিরামপুর বিজিবি ক্যাম্পের ওয়াস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার দুই সহযোগী লালন শেখ ও ইসরাফিল হোসেন।
হরিরামপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হরিরামপুর এলাকায় বিজিবির টহল টিম দায়িত্ব পালনের সময় এ তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের পরিচয় জানতে চাইলে তারা পালানোর চেষ্টা করেন। পরে গতিরোধ করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন জব্দ ও তাদের আটক করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
সদর থানার ডিউটি অফিসার এসআই জুম্মান বলেন, রাত ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আজ তাদের আদালতে তোলা হবে।
তিনি আরও জানান, ২০২০ সালের একটি চুরির মামলায় আদালত জুয়েল রানা তাকে দুই বছর কারাদণ্ড দেয়। সেই মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে আছেন তিনি।