রাজধানীর সাভারের আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাগেরহাটের শরণখোলার স্কুল, কলেজ ও মাদরাসার শত শত শিক্ষক।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে কলেজ শিক্ষক সমিতি ও উপজেলা মাধ্যমিক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশ থেকে বক্তারা ঘাতক জিতুকে গ্রেপ্তার করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ছাত্র নামধারী ওই কুলাঙ্গারকে দ্রুত বিচার আইনের আওতায় ফাঁসি কার্যকর করার দাবি জানান। আর কোনো শিক্ষক যেন এমন নির্মম হত্যার শিকার না হয়। সে ব্যাপারে সরকারের কাছে শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান স্বর্বস্তরের শিক্ষকরা।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক আসাদুজ্জামান মিলন, কলেজ সমমান শিক্ষক সমিতির আহবায়ক মনিরুজ্জামান বাবুল, শরণখোলা সরকারি কলেজের প্রভাষক আকন আলমগীর, মাতৃভাষা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার কবুলাসি, তাফালবাড়ি কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হাওলাদার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া, রায়েন্দা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জয়নাল আবেদীন, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের সহকারি শিক্ষক শাহিনুজ্জামান শাহিন, শিক্ষক সঞ্জয় মৃধা প্রমুখ।