স্থগিত হওয়া বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ছাড়াও বিজিবি, র্যাব ও পুলিশের টহল টিম ছিল।
আজ বুধবার সকাল থেকে মেঘলা আবহাওয়াকে উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথায়ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সমাপ্ত হয়েছে।
ইউনিয়নে বিএনপি ঘরনার সাবেক চেয়ারম্যান ফরাজি ইউনুস আনারস প্রতীক নিয়ে ২১৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সুলতান ফরাজি পেয়েছেন ১৯৪৭ ভোট এবং আওয়ামী লীগের
বিদ্রোহী প্রার্থী কবির আকন পেয়েছেন ১৮৮০ ভোট।