‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই শ্লোগানে যশোরের অভয়নগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় আজ বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিআরডিবি’র উপপরিচালক মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন এবং পবিত্র গীতা পাঠ করেন একই শ্রেণির ছাত্রী মাধবী বিশ্বাস।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির একশত কিশোরীর মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।