নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে নৌকার মাঝিদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু’র আয়োজনে শহরের পংকবিলা খেয়া ঘাটের মাঝিদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোস্তফা কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন বিশ্বাস রাজু, স্বদ্বীপ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ, স্কুল বিষয়ক সম্পাদক আল আমিন মোল্লা, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গৌরব ভট্টাচার্য্য, দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি বাপ্পি, ছাত্র লীগের সদস্য অমৃত দাস, আলমগীর, প্রান্ত দাস কালি, মেহেদী, রানা, রাব্বী, শিব সুন্দর, সুজনসহ জেলা, সদর উপজেলা ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেয়া ঘাটের মাঝি লিটু সরদার বলেন, ‘আমাদের এমপি মাশরাফির পক্ষ থেকে ছাতা পেয়ে আমরা মাঝিরা অনেক খুশি হয়েছি। আমাদের এখন আর রোদে কষ্ট করতে হবে না। বৃষ্টিতে ভিজতেও আর হবে। আমরা মাঝিরা এমপি মাশরাফিকে ধন্যবাদ জানাই।’
সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন, নড়াইল শহরের রুপগঞ্জ বাজারের পংকবিলা খেয়াঘাটে সকাল থেকে রাত পর্যন্ত নৌকার মাঝিরা মানুষ পারাপার করে। নিজ দায়িত্ব থেকেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে খেয়া পারাপার করে। তাদের কষ্টের কথা উপলব্ধি করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ভাই-এর পক্ষ থেকে মাঝিদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।