ঠিকাদারি জামানতের অর্থ ফেরত না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে পেটানোর অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান অণুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান।
আজ বুধবার যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে মামলা করেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, ড. ইকবাল কবির জাহিদ তার সাথে একই অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করা সেকশন অফিসার (গ্রেড ১) শাহিন হোসেনকে নিয়ে গ্যালারির দরজার বাইরে বের হয়ে আসার সাথে সাথে ড. ইকবাল কবির জাহিদ প্রকৌশলী মিজানুর রহমানের কলার ধরে টানতে টানতে উক্ত গ্যালারি সংলগ্ন পশ্চিম পাশের ওয়াশরুমের সিঁড়ির নিচে টেনে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ইকবাল কবির জাহিদ মিজানুর রহমানের ডান কানে স্বজোরে একটি থাপ্পর মেরে জিজ্ঞাসা করেন, বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও বাদী বহিষ্কৃত ছাত্র আজিজুল ইসলামকে নিরাপত্তা জামানতের ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা কেন এখনও প্রদান করেননি।
এ ব্যাপারে বাদীর কোন কিছু করার নেই মর্মে বাদী প্রত্যুত্তর করলে আসামীদ্বয় অকথ্য ভাষায় বাদীকে গালিগালাজ শুরু করে উভয় আসামি একযোগে বাদীকে সারা শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আজিজুল ইসলাম বুকের বাম পাশে হৃদপিন্ডে স্বজোরে ঘুষি মারলে উক্ত আঘাতপ্রাপ্ত হয়ে বাদী দম আটকে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লে বাদী ও ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের চিৎকারে আরো অনেকে ঘটনাস্থলে ছুটে আসলে আসামীদ্বয় বাদীকে ২৪ ঘন্টার মধ্যে উক্ত নিরাপত্তা জামানতের টাকা ২নং আসামীকে প্রদানের জন্য সময়সীমা বেঁধে দেন অন্যথায় বাদীকে খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। বাদীর শ্বাসপ্রশ্বাস নিতে চরম কষ্ট হওয়ায় স্বাক্ষীগন বাদীকে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোর এ আসেন।
হাসপাতালে উপস্থিত হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাদীর ব্লাডপ্রেশার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বাদীকে তাৎক্ষনিক হাসপাতালে ভর্তি করে তাকে জরুরী চিকিৎসা প্রদান করেন। বাদী ০১ (এক) দিন হাসপাতালে ভর্তি থাকেন।