স্টাফ রিপোর্টার, যশোর : জেলার চৌগাছা থেকে ১০০ পিস ইয়াবাসহ হাসিনুর রহমান (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
হাসিনুর রহমান চৌগাছা উপজেলার সিংহঝুলি পূর্বপাড়া গ্রামের গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, সঙ্গীয় এসআই আবু হাসান, এএসআই ফোরকান ও এএসআই শফিকুর রহমানসহ একদল ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌগাছা উপজেলার সিংহঝুলি ঝাউতলা বাজারের নাজমুল হুদা মিঠুর মুরগির ফার্মের পিছন থেকে হাসিনুরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চৌগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান ডিবির এই এসআই।