গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র্যালি, আলোচনা সভা ও স্মরনিকা প্রকাশ।
আজ বৃহস্পতিবার সকালে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে পৌর শহরের চাঁদনী হল মোড় থেকে একটি আনন্দ র্যালি শুরু হয়ে মধ্যবাজারস্থ্য দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা শুরুর পূর্বে এ উপলক্ষে প্রকাশিত স্মরনিকা ‘ঐতিহ্য’-এর মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মোস্তফা কামাল মনি, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাহ উদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, যুগ্ম আহবায়ক তাজমুন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের অপর নাম উন্নয়ন। দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা। আর বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলি টানেল, মেট্টোরেল, গভীর সমুদ্র বন্দর ও সমুদ্র জয়। অর্থাৎ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’