মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে পৃথক অভিযান চালিয়ে আট গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ১১টার দিকে শহরের ক্যাশবপাড়া ও মাঠপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, শহরের বেড়পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রনি বিশ্বাস (৩৪), একইপাড়ার দুখু শেখের ছেলে মো. রকিব (৩৫), কাস্যবপাড়া এলাকার ইয়ারুল ইসলামের ছেলে জনিরুল ইসলাম (২৫) ও মাঠপাড়া এলাকার ইয়ারুল ইসলামের ছেলে লিখন হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।