স্টাফ রিপোর্টার, যশোর : ধর্ষণের অভিযোগে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা এক আসামিকে আটক করেছে। যশোর ক্যাম্পের অধিনায়ক’র পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরার কলারোয়া থানার একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত আফজাল হোসেন নামে এক যুবককে যশোরের মনিরামপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন সাতক্ষীরা কলারোয়া থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি যশোরের মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের আহাদ আলীর ছেলে আফজাল হোসেন (২৫) মকমতলা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালায় তাকে আটক করা হয়।
আফজাল হোসেনকে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।