অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিভিন্ন মৎস্য ঘেরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার বন্ধ হচ্ছে না। এক শ্রেণিক মৎস্য ঘের মালিক রাতের আঁধারে দুর্গন্ধযুক্ত বিষাক্ত এই বিষ্ঠা মাছের খাবার হিসেবে ঘেরে ব্যবহার করছেন। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের পক্ষ থেকে বার বার জেল, জরিমানা দেওয়ার পরও অসাধু একটি চক্র যশোর থেকে বিভিন্ন পরিবহনে বিষ্ঠা সরবরাহ করছে অভয়নগরে।
এমনই ঘটনা ঘটেছে অভয়নগরের আমডাঙ্গা লক্ষীপুর গ্রামে।
অবৈধ বিষ্ঠা ব্যবহারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত লক্ষীপুর গ্রামের বিনয় কুন্ডুর ছেলে মৎস্য ঘের মালিক বিকাশ কুমার কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তানজিলা আখতার এ জরিমানা করেন।
আদালত সূত্র জানান, লক্ষীপুর গ্রামে বিকাশ কুমার কুন্ডু তার নিজ মৎস্য ঘেরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করছেন এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মিনি ট্রাক ও চালক পালিয়ে গেলেও পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহারের দায়ে মৎস্য ঘের মালিক বিকাশ কুমার কুন্ডুকে মৎস্য ও পশু খাদ্য নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ১২ (১) ও ২০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত বিষ্ঠা বিনষ্টের জন্য উপজেলা মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মর্কতা ফিরোজ কবির, অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী।