অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত অপূর্ব দাসের বসতঘরে এ ঘটনা ঘটে।
গৃহবধূ স্বপ্না দাস জানান, মধ্যরাতে ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে ঘুম ভেঙ্গে যায়। এ সময় আমি ও আমার ছেলে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করি। কয়েক মিনিটের মধ্যে আগুন ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। ফ্রিজ, টিভি, নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে যায়। যার ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অপূর্ব দাসের ঘরের সবকিছু পুড়ে গেছে। মশার কয়েল অথবা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে হয়েছে। প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা ধরা হয়েছে।